সর্দি-কাশি হোক বা ত্বকের যত্ন, সবকিছুতেই একটি বিশেষ প্রাকৃতিক খাবার অনেক বেশি কাজে লাগে। আপনি ঠিক ভেবেছেন, মধুই হলো সেই বিশেষ প্রাকৃতিক খাবার। কিন্তু আপনারা কি জানেন, আমাদের যৌন ক্ষমতা বৃদ্ধিতে বা সেক্সে মধুর উপকারিতা কি কি রয়েছে?
মধু আমাদের শরীরের সেক্স হরমোন বাড়িয়ে সফলভাবে সক্রিয় করে তোলে। এমনকি, নারী-পুরুষ উভয়ের জন্যই মধু তিনগুণ পর্যন্ত যৌন উত্তেজনা বা যৌন ক্ষমতা বাড়াতে পারে। বিভিন্ন গবেষকদের মতে, এর রাসায়নিক পদার্থ আমাদের শরীরের রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে। আমরা আমাদের অন্য পোস্টে অনেক ভালোভাবে আপনাদের বোঝার সুবিধার্থে মধুর বিশেষ উপকারিতা ও এর অন্যান্য নানা গুণাগুণ নিয়ে বর্ণনা করেছি।
একমাত্র খাঁটি মধুই আপনার যৌন জীবনে উন্নতি আনতে পারে। আপনি আমাদের কাছ থেকে পাবেন সেরা ও খাঁটি মানের মধু বাজারের সবচেয়ে কম মূল্যে। আমাদের থেকে মধু নিতে এখনই অর্ডার করুন অথবা কল করুন +8801737084429 এই নম্বরে।
যৌন ক্ষমতা বৃদ্ধিতে বা সেক্সে মধুর উপকারিতা
ব্রিটেনের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ এর মতে, যৌন উত্তেজনা বৃদ্ধিতে প্রাকৃতিক মধু অনেক বেশি কার্যকর। যৌন শক্তি বাড়াতে মধুর উপকারিতা অনেক বেশি।
টেস্টোস্টেরনের নিঃসরণ ও কার্যকারিতা বৃদ্ধি করে
সেক্সে মধুর উপকারিতা হিসেবে সপ্তাহে ৩ থেকে ৪ দিন এক গ্লাস গরম পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করলে যৌন শক্তি বৃদ্ধি পাবে। মধু তে বোরন নামক খনিজ পদার্থ থাকে যা পুরুষের শরীরের টেস্টোস্টেরনের নিঃসরণ ও কার্যকারিতা বৃদ্ধিতে এবং নারীদের বিশেষ হরমোন ইস্ট্রোজেন ক্ষরণে ভুমিকা রাখে। এতে থাকা পুষ্টি উপাদান পুরুষ-নারী উভয়ের লিবিডো বৃদ্ধিতে সাহায্য করে।
শুক্রাণুর মান উন্নত ও বৃদ্ধিতে সহায়তা করে
পুরুষদের যৌন শক্তি বৃদ্ধির পাশাপাশি শুক্রাণুর গুণগত মান ও এর বৃদ্ধির কথাও ভাবতে হবে। বিশেষজ্ঞদের মতে, সকালে আদা ও মধুর মিশ্রণ নিয়মিত সেবন করলে তা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে শুক্রাণুর উৎপাদন ও এর গুণগত মান দুটোই বৃদ্ধি করে। এক্ষেত্রে, দুই চামচ মধুর সাথে এক টুকরো আদা মিশিয়ে খেলে ভালো উপকার পাবেন। গরম পানির সাথে মধু মিশিয়ে আদার গুঁড়ো দিয়েও খেতে পারেন।
সকালে মধু খাওয়ার উপকারিতা কি তা জানতে এই পোস্ট টি পড়ুন।
যৌনাঙ্গে রক্তপ্রবাহ বাড়ায়
গবেষকদের মতে, ৩ আউন্স মধু আমাদের দেহের নাইট্রিক অক্সাইডের মাত্রা অনেক হারে বাড়িয়ে দেয়। এতে থাকা রাসায়নিক পদার্থ রক্তনালী প্রশস্ত করে দেহে রক্তপ্রবাহ বাড়ায়। এর ফলে যৌনাঙ্গে রক্তপ্রবাহ বাড়ে যা শরীরে শক্তি উৎপন্ন করে ও যৌন উত্তেজনা বৃদ্ধি করে।
শরীরের ইস্ট্রোজেন হরমোনের নিঃসরণ বাড়ায়
বিভিন্ন গবেষণা থেকে প্রমাণ পাওয়া যায়, মধু এর পুষ্টিগুণ শরীরের ইস্ট্রোজেন হরমোনের নিঃসরণ বাড়ানোর সাথে সাথে রক্ত সঞ্চালনের গতি বাড়ায় এবং স্নায়ু উত্তেজনাও বাড়িয়ে তোলে। ব্রিটিশ গবেষকদের মতে, দিনে ২ চামচ মধু খেলে আমাদের স্বাস্থ্য উন্নতির সাথে সাথে যৌন জীবনে নানা পার্শ্বপ্রতিক্রিয়া থেকে মুক্তি দেয়।
একমাত্র খাঁটি মধুই আপনার যৌন জীবনে উন্নতি আনতে পারে। আপনি আমাদের কাছ থেকে পাবেন সেরা ও খাঁটি মানের মধু বাজারের সবচেয়ে কম মূল্যে। আমাদের থেকে মধু নিতে এখনই অর্ডার করুন অথবা কল করুন +8801737084429 এই নম্বরে।
দেহে প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে
যারা প্রদাহজনিত সমস্যায় বেশি ভুগেন, তারা অনেকেই যৌন স্বাস্থ্য সমস্যায় পরেন। এর ফলে, প্রায় সময়ই শরীরে ব্যথার কারণে বাহ্যিক নানা সমস্যার পাশাপাশি যৌন জীবনেও প্রভাব ফেলে। মধুতে থাকা প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য হাড়ের জয়েন্টসহ দেহে রক্ত জমাট বাঁধা থেকে রক্ষা করে এবং অকালে হৃদরোগের ঝুঁকি থাকে বাঁচায়।
ওজন কমিয়ে ইরেক্টাইল ডিসফাংশনের আশঙ্কা কমায়
ওজন বেশি থাকলে বা স্থুলতা মানবদেহে ইরেক্টাইল ডিসফাংশনের (ED) সমস্যা বাড়ে। কেননা, অতিরিক্ত ওজন বা বাজে কোলেস্টেরল হাড়ের জয়েন্টে চাপ তৈরি করে, রক্তনালীর ক্ষতি করে এবং টেস্টোস্টেরনের পরিমাণ কমিয়ে দেয়। নিয়মিত মধু খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং স্থুলতা কমানোর ফলে যৌন জীবনে ভালো ফলাফল পাওয়া যায়।
বাজারে পাওয়া সব ধরনের মধুই আসল বা খাঁটি নয়। তাই খাঁটি মধু কিভাবে চিনবেন তা জানতে আমাদের এই পোস্টটি পড়তে পারেন- কিভাবে বাজারের খাঁটি মধু চিনবেন?
যৌন শক্তি বৃদ্ধিতে মধু খাওয়ার নিয়ম
যৌন শক্তি বৃদ্ধিতে মধু খাওয়ার নিয়ম হলো, সপ্তাহে ৩ থেকে ৪ দিন এক চামচ মধুর সাথে এক গ্লাস গরম পানি খেলে উপকার পাওয়া যাবে। তাছাড়া, এক টুকরো আদা খালি বা বেটে দুই চামচ মধুর সাথে মিশিয়ে খেলে যৌন শক্তি বৃদ্ধি হবে। প্রতি সকালে মধুর সাথে কালোজিরা মিশিয়ে গরম পানিতে খেয়ে নিবেন। এর সাথে যদি গরম দুধ খান, তাহলে মিলনের ক্ষমতা বাড়বে বহুগুন।
কিছু কথা
আপনি যদি আপনার জীবনে যৌন সমস্যার জন্য নানা ঝামেলাতে জড়িয়ে পরেন, তাহলে মধুই আপনাকে এইরকম সমস্যা থেকে বাঁচাবে। মধুর সাথে যদি খেজুর খেতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। রাতে নিয়ম করে খেজুর খেলে আপনি যে যে উপকারিতা পাবেন তা বলে শেষ করা যাবে না। আপনি চাইলে আমাদের এই পোস্ট থেকে পড়তে পারেন।
মধু, খেজুর, রসুন, বাদাম ইত্যাদি যাই খান না কেনো, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও মন মেজাজ শিথিল রাখা খুবই জরুরী। নানা বাজে আসক্তি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলে আমরা আরো ভালো ফলাফল দেখতে পারবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো।
তথ্যসূত্র
PharmEasy – Do Honey Make You Last Longer in Bed? Unpacking Bedroom Myths
National Institute of Health – Protective Roles of Honey in Reproductive Health: A Review
hims – Does Honey Make You Last Longer?
The Healthsite.com – Sex tip #4: Boost your sex life with honey!
Rex MD – Ginger, Garlic, and Honey For Erectile Dysfunction: Do They Work?
রাতে ঘুমানোর আগে মধু খেলে কি হয়?
রাতে ঘুমানোর আগে মধু খেলে এর মেলাটোনিন নামক হরমোনের জন্য ঘুম অনেক ভালো হবে। এছাড়াও মস্তিষ্কে হরমোন নিঃসরণ করে, ক্ষুধা কমায় বা নিবারণে সাহায্য করে। ঘুমের আগে মধু খেলে অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
দিনে কতটা মধু খাওয়া উচিত?
দিনে ১ থেকে ২ চা চামচ মধু খাওয়া উচিত। তবে প্রতিদিন সকালে ১ থেকে ২ চামচ মধুর সাথে হালকা লেবুর রস মিশিয়ে খালি পেটে খেলে পেটের ব্যথাসহ নানা স্বাস্থ্য উপকার পাওয়া যায়।
দুধ ও মধু মিশিয়ে খেলে কি হয়?
দুধ ও মধু মিশিয়ে খেলে হাড় ভালো থাকে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বিশেষ শক্তি যোগায়, ত্বক উজ্জ্বল ও মসৃণ করে এবং আমাদের হজমশক্তি বাড়ায়।