আমরা সবাই চিয়া সিডকে সুপারফুড হিসেবে চিনে থাকি। এই চিয়া সিড আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যেহেতু বর্তমানে অনেকেই স্বাস্থ্য নিয়ে দিন দিন অনেক বেশি সচেতন হচ্ছে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অনেক স্বাস্থ্য সচেতন মানুষ চিয়া সিডকে খুব বেশি প্রয়োজনীয় মনে করে থাকেন। চিয়া সিডে ফাইবার, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ও ওমেগা- ৩ ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি অন্যান্য উপাদান থাকার কারণে যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ খাবার হতে পারে। ওজন কমাতে আমাদের কিছু নিয়ম পালন করতে হয়। কিন্তু, শুধু এই চিয়া বীজ খেলেই যে ওজন একেবারে কমবে তা নয়। আমাদের খাওয়ার নিয়ম ভালোভাবে মেনে খেতে হবে, সাথে ডায়েট, শরীরচর্চার দিকেও একইরকম বিশেষ নজর দিতে হবে।
আমরা বাজারের খাঁটি ও সেরা মানের চিয়া সিড (Chia Seed) সরবরাহ করি। তাই প্রিমিয়াম কোয়ালিটির চিয়া বীজ কিনতে আমাদের ওয়েবসাইটের পেইজে ভিজিট করুন অথবা +8801737084429 এই নম্বরে কল করে আপনার মূল্যবান অর্ডারটি নিশ্চিত করুন এখনই।
ওজন কমাতে চিয়া সিড খাওয়ার নিয়ম
চিয়া সিড খাওয়ার নিয়ম হিসেবে খালি পেটে ১ গ্লাস পানির সাথে ২ চা চামচ চিয়া সিড এবং ২ চামচ লেবুর রস মিশিয়ে সকালে ও রাতে ঘুমানোর আগে খেলে দ্রুত ওজন কমাতে পারবেন। চিয়া সিড পানিতে সাধারণ তাপমাত্রায় ৩০ মিনিট খাওয়ার আগে ভিজিয়ে রাখলে প্রোটিনের পরিমাণ বেশি থাকায় ক্ষুধার নিবারণ হবে এবং নিজস্ব স্বাদ না থাকায় চিয়া সিড যেকোনো শরবত, স্মুদি, টকদই, কাস্টার্ড বা অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। পুষ্টি বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে দৈনিক ১০০ গ্রাম করে চিয়া সিড খাওয়া উচিত।
ওজন কমানোর জন্য যেমন প্রতিদিন ব্যায়াম করতে হয়, তেমনি ডায়েটেও চিয়া বীজ রাখার জন্য পুষ্টিবিদরা সবসময় পরামর্শ দিয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলেন যে, এই চিয়া সিড ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ থাকার ফলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই, হজম ক্ষমতা বাড়ানোর ফলে শরীরের মেদ কমিয়ে ক্যালরির ঘাটতি পূরণ করে।
চিয়া সিড আসলে কি ও এর বিশেষ পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই পোস্টটি পড়ুন।
চিয়া সিড খেলে কি ওজন কমে?
হ্যাঁ। চিয়া সিড খেলে অবশ্যই ওজন কমবে। কারণ, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের সমস্যা দূর করতে সাহায্য করে ও ক্ষুধা নিয়ন্ত্রণ করে। চিয়া সিড ও লেবুর মিশ্রণ শরীরের অতিরিক্ত চর্বি দূর করে মেটাবলিক সক্ষমতা বাড়াতে সাহায্য করে যা আপনার শরীরের ওজন কমানোর জন্য খুবই উপকারী।
এছাড়াও, লেবু আমাদের দেহের চর্বি কাটাতে সাহায্য করে বিধায় দুটো একসাথে খেলে অতিরিক্ত ওজন কমানো যায়। তবে আমাদের প্রতিদিন নিয়মিতভাবে সঠিক নিয়ম অনুসারে খেতে হবে, সাথে ব্যায়াম ও খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। এতে করে আরও ভালো ও স্থায়ী সমাধান পাওয়া সম্ভব।
খেজুরের গুড়ের বিশেষ উপকারিতা ও এই গুড় খাওয়ার উপযুক্ত সময় জানতে আমাদের এই পোস্টটি বিস্তারিত পড়ুন।
চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়?
ঝরঝরে চিয়া সিড খেতে চাইলে কমপক্ষে ৫ মিনিট ভিজিয়ে রাখতে হয়। আরও নরম করে খেতে চাইলে পানি বা দুধের সাথে প্রায় ১০ মিনিট চিয়া সিড ভিজিয়ে রাখতে হবে। এছাড়া, জেল তৈরি করতে চাইলে পানিতে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখবেন। চাইলে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পানির সাথেও খেতে পারবেন। চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে তা নির্ভর করে আপনি কিভাবে খেতে চান তার উপর।
মনে রাখবেন যে, চিয়া সিড ভেজানোর জন্য ঠাণ্ডা বা গরম পানি দুটোই ব্যবহার করতে পারেন। গরম পানি দ্রুত জেল তৈরি করে এবং ঠাণ্ডা পানি এই বীজের পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে। আপনি দুধ, ফলের রস ইত্যাদির সাথে চিয়া সিড ভিজিয়ে খেলে স্বাদ বৃদ্ধি পাবে। কখনো কাঁচা চিয়া সিড খাবেন না। ভেজানোর পর খেলেই ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বিধায় আমাদের অনেক পানি পান করা প্রয়োজন। নইলে হজমের সমস্যা তৈরি হবে। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন। আপনি বাতাসমুক্ত একটি পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। ঝরঝরে বীজ হলে ২ সপ্তাহ টিকবে এবং জেল জাতীয় অবস্থায় প্রায় ৪ দিন পর্যন্ত টিকে থাকবে।
কখনো কাঁচা চিয়া সিড খাবেন না। ভেজানোর পর খেলেই ভালো। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বিধায় আমাদের অনেক পানি পান করা প্রয়োজন। নইলে হজমের সমস্যা তৈরি হবে। কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন।
আপনি কি জানেন মধু খাওয়ার আসল নিয়ম কি? রাতে কিভাবে মধু খাবেন তা জানতে আমাদের এই পোস্টটি বিস্তারিত পড়ে নিন।
চিয়া সিড কিভাবে খায়?
চিয়া সিড সরাসরি যেকোনো ফলের রস বা জুসের সাথে, পুডিং, জাম, জেলির সাথে খাওয়া যায়। শুধু পানিতে মিশিয়েও অনেকে খায়। নিজস্ব স্বাদ না থাকার কারণে প্রায় সব ধরনের খাবারের সাথে যেমন বেক করা বিস্কুট, প্যানকেক, ওয়াফেল, স্যুপ ও সালাদের সাথে চিয়া সিড মিশিয়ে খেতে পারবেন।
এই চিয়া সীড ব্যবহার করে মজাদার এবং পুষ্টিকর পুডিং তৈরি করতে পারেন এবং আপনার পছন্দের ফল, বাদাম, এবং মশলা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারবেন। জাম, জেলি তৈরিতে চিনি বা মধুর পরিবর্তে ব্যবহার করলেও উপকার পাবেন। দই, অটমিল, স্যান্ডউইচ, র্যাপ বা সিরিয়ালের উপরে টপিং হিসেবে মাফিন ও স্যুপের সাথে ভেজানো চিয়া সিড খেলে অতিরিক্ত আর্দ্রতা এবং পুষ্টি যুক্ত হবে। ফলের জুস, দই, এবং চিয়া বীজের জেল একসাথে মিশিয়ে ঘরে বসেই স্বাস্থ্যকর এনার্জি জুস বানাতে পারবেন।
ঘি এর উপকারিতা ও ঘি কি ফ্রিজে রাখবেন না বাইরে তা বিস্তারিতভাবে জানতে আমাদের এই পোস্টটি বিস্তারিত পড়ে নিন।
চিয়া সিড খেলে কি হয়?
চিয়া সিড খেলে হৃদরোগের ঝুঁকি কমে ও রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমায়, রক্তে চিনির মাত্রা স্বাভাবিক থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। চিয়া সিড খেলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ বের হ্য়, পেটে গ্যাসের সমস্যা কমায় এবং ভালো ঘুম হতে সহায়তা করে। এছাড়াও, নিয়মিত খেলে মুখের ত্বক, চুল ও নখ সুন্দর হয়।
অতিরিক্ত চিয়া সিড খেলে হজমের সমস্যা তৈরি হয়। এছাড়াও অতিরিক্ত ফাইবার খাওয়ার ফলে পেটব্যথা, গ্যাস, ডায়রিয়ার মতো সমস্যা তৈরি হয়। তাই খাওয়ার পাশাপাশি পরিমাণমতো পানি পান করতে হবে।
তথ্যসূত্র
Healthline – Chia Seeds and Weight Loss: Are They Effective?
The Economic Times – Three ways to eat chia seeds for weight loss
Times of India – How adding Chia seeds to Cinnamon water can melt belly fat
Everyday Health – Chia Seed Water for Weight Loss: Does It Work?
Medical News Today – Are chia seeds effective for losing weight?
The Indian Express – Chia seeds for weight loss: Does it work?
Times Food – 6 smart ways to use Chia Seeds for weight loss
সাধারণ জিজ্ঞাসা
চিয়া সিড আর মধু খেলে কি হয়?
নিয়মিত চিয়া সিড ও মধু খেলে আমাদের ওজন খুব দ্রুত কমাতে পারে। যারা অল্প পরিশ্রমে ক্লান্তিবোধ করেন বা শরীরচর্চা করে, তারা সকালে এক গ্লাস পানির সাথে এই চিয়া সিডের মিশ্রণ মিশিয়ে খেলে আমাদের শরীরের ক্লান্তিভাব দূর হয়।
প্রতিদিন কত চিয়া বীজ খেলে ওজন কমে?
প্রতিদিন ১০ থেকে ১৫ গ্রাম চিয়া বীজ খেলে বা প্রতিদিন ১০ গ্রাম অন্যান্য খাবারের সাথে মিশিয়ে খেলে শরীরের ওজন কমে যাবে। বেশি খাওয়া যাবে না। কারণ, অতিরিক্ত পরিমাণে খেলে পেটের সমস্যা হতে পারে।
চিয়া বীজ রান্না করলে কি পুষ্টি নষ্ট হয়?
হ্যাঁ। চিয়া বীজ রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই খেতে চাইলে পানিতে, দুধের সাথে বা ফলের রসে ভিজিয়ে রেখে খেলে ভালো হয়। অতিরিক্ত পুষ্টিগুণ পেতে সালাদ, রুটি, বা পেস্ট্রিতে ছিটিয়ে দিয়ে খাওয়া যায়। অনেকে চিয়া সীড ভেজে খেতে চান। কিন্তু, না খাওয়াই উত্তম।